শনিবার, ২ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ইয়াবাসহ আটক-২।। লালমোহন বিডিনিউজ
ভোলায় ইয়াবাসহ আটক-২।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলায় ইয়াবাসহ আমির হোসেন ও সোহেল নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করছে ডিবি পুলিশ।
বৃহষ্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের মোল্লা ব্রিজ এলাকা থেকে এদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আমির হোসেনের বাড়ি ভোলা পৌরসভা ৪নং ওয়ার্ডের চরনোয়াবাদ এলাকায় ও সোহেলের বাড়ি পৌরসভা ২নং ওয়ার্ডের পাখির পুল এলাকায়।
শুক্রবার সকালে এদের দু’জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা ডিবি পুলিশের একটি টিম শহরের মোল্লা ব্রিজ এলাকায় অভিযান চালায়।
এসময় ব্রিজের নিকট থেকে ৪০পিছ ইয়াবাসহ আমির হোসেন ও সোহেলকে আটক করা হয়। এরা দুই জন দীর্ঘ দিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছে এবং সোহেলের বিরুদ্ধে এর আগেও ভোলা থানায় মাদক দ্রব্য আইনে মামলা রয়েছে।
ভোলা ডিবি পুলিশের পরিদর্শক মো. শহিদুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আমির হোসেন ও সোহেলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।