শনিবার, ২ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে লক্ষাধিক মিটার অবৈধ জাল জব্দ।। লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে লক্ষাধিক মিটার অবৈধ জাল জব্দ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের মেঘনায় অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫টি বিহিন্দী জাল আটক করেছে উপজেলা প্রশাসন ও কোষ্টগার্ড ।
শুত্রবার ১ ফেব্রুয়ারী সকালে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃত এসব জাল শশীগঞ্জ স্লুইজঘাটে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তজুমদ্দিন কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ মোনায়েম হোসেন জানান, শুত্রবার সকালে উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রশান্ত কুমার দাসের নেতৃত্বে মেঘনার শশীগঞ্জঘাট, সিট্রাকঘাট, মহিষখালী, চৌমুহনী, বাগানের খালসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মাছের বংশ বিনাসকারী পাঁচটি বিহিন্দী জাল ও লক্ষাধীক মিটার অবৈধ কারেন্ট জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন জানান, বিকালে আটককৃত জাল শশীগঞ্জ স্লুইজঘাট এলাকায় এনে জনসম্মুখে আগুন লাগিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানতে চাইলে উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রশান্ত কুমার দাস জানান, ২১ জানুয়ারী থেকে ৫ ফেব্রুয়ারী ১৫ দিন দেশব্যাপী অবৈধ জাল ধ্বংস করার বিশেষ অভিযান চলছে। তজুমদ্দিনের মেঘনায় সকল ধরণের অবৈধ জালমুক্ত করতে আমাদের প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।