বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম | জেলার খবর | বিভাগের খবর | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পুলিশ সেবা সপ্তাহ পালিত।। লালমোহন বিডিনিউজ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পুলিশ সেবা সপ্তাহ পালিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মোঃ আসাদুল ইসলাম : চট্টগ্রাম ইপিজেড থানা ও মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ “ওপেন হাউজ ডে” পালিত হয়েছে।
বুধবার ৩০ জানুয়ারী সকাল ১০টায় ইপিজেড থানার সামনে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইপিজেড পুলিশ ফাড়ির ইনচার্জ সাজ্জাদ কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আরেফিন জুয়েল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার কামরুল ইসলাম, ইপিজেড থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ নুরুল হুদা।
এ সময় বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, আমরা এলাকার সঠিক তথ্য পাই না। আমরা আপনাদের কাছে অনুরোধ করব এলাকার সন্ত্রাস, নারী নির্যাতন, ইভটিজিং, মাদকদ্রব্য, জুয়ার আসর এবং অস্ত্রসহ বিভিন্ন প্রকার অপরাধের তথ্য সরাসরি অফিসার ইনচার্জ ইপিজেড থানা অথবা সরাসরি সহকারী কমিশনার পুলিশ বরাবর জানাবেন। প্রয়োজনবোধে নামে অথবা বেনামে লিখিতভাবে জানাতে অনুরোধ করছি। ইহাতে আমাদের সঠিক সময় সঠিক কাজ করতে সুবিধা হবে বলে আমরা মনে করি।
অনুষ্ঠানে এলাকার গণমান্য ব্যক্তিবর্গ সমাজ সেবক, রাজনৈতিক নেতৃবৃন্দগণও বক্তব্যের মাধ্যমে মত প্রকাশের করেন। তাদের বক্তব্যে এলাকায় যাতে কোন চাঁদাবাজি, জুয়ার বোর্ড, মাদক এবং নারী নির্যাতন, নারী ধর্ষণ, ইভটিজিং বন্ধের দাবি করা হয়। গরীব মানুষ যদি মামলা করতে আসে তাদের কাছ থেকে যাতে পুলিশ টাকা পয়সা না নেয় সে বিষয়টিও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব ওসমান গণি, সেকেন্ড অফিসার জনাব শফিকুল ইসলাম, বিভিন্ন বিট অফিসারগণ ১২১ নজরুল ইসলাম, ১২২ নাসির উদ্দিন, ১২৫ সাজ্জাদ কামাল, ১২৬ মোঃ জিল্লুর রহমান প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ইপিজেড থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী শফিউল আলম, ইপিজেড থানা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা শারমিন সুলতানা ফারুক, সভাপতি আইন সহায়তা কেন্দ্র (বাসক), চট্টগ্রাম জেলা, ও সাধারণ সম্পাদক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর মোঃ নাছির উদ্দিন মোল্লা।