মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | দক্ষিণ আইচা | বরিশাল | বিভাগের খবর | মনপুরা | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন, তিনিই থাকবেন বাংলার প্রধানমন্ত্রী-চরফ্যাশনে জ্যাকব।। লালমোহন বিডিনিউজ
শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন, তিনিই থাকবেন বাংলার প্রধানমন্ত্রী-চরফ্যাশনে জ্যাকব।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলা- ৪ চরফ্যাসন-মনপুরার সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, আ’লীগের শাসনকালে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এর ধারাবাহিকতায় দেশের জনগন আবারও আ’লীগকে ভোট দিয়ে সরকার নির্বাচিত করেছেন। শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনাই থাকবেন।
মঙ্গলবার ২৯ জানুয়ারী দুপুরে দুলারহাট থানার আহাম্মদপুর ইউনিয়নের মন্নান মেম্বার বাড়ির সংলগ্ন ফরিদাবাদ গ্রামের সুকনাখালী খালের উপরে প্রায় ৪ কোটি টাকা ব্যায়ে ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এলাকার উন্নয়ন করতে মন্ত্রীত্বের প্রয়োজন হয়না। একটি অবহেলিত এলাকার উন্নয়ন করতে হলে একজন সংসদ সদস্যের ইচ্ছাই যথেষ্ট। আমি মন্ত্রী হয়ে চরফ্যাশন-মনপুরার যে পরিমান উন্নয়ন করেছি। এখন আপনাদের ভোটে আবার এমপি নির্বাচিত হয়েছি। এখন আরো বেশি চরফ্যাশন- মনপুরার উন্নয়ন করতে পারবো।
নুরাবাদ ইউনিয়ন আ’লীগ সভাপতি শাহাব উদ্দিন মাস্টারে সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদলকৃষ্ণ দেবনাথ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মহাজন, পৌর আ’লীগ সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র, নুরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমূখ।
এর আগে জ্যাকব চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২ হাজার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন। এছাড়াও তিনি সকালে চরফ্যাসন বাজারে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ৫১ জন ব্যবসায়ীদের মাঝে ঢেউ টিন বিতরণ করেন।