সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে মাহফিলে গিয়ে সন্ত্রাসী হামলা-গুরুতর আহত-১।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে মাহফিলে গিয়ে সন্ত্রাসী হামলা-গুরুতর আহত-১।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,মিজানুর রহমান লিপু : লালমোহনে মাহফিলে গিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা করে এক জনকে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। জানাযায়, রবিবার সন্ধা ৭ টায় সাতবাড়িয়া মন্নান মাওলানাদের মাদ্রাসায় মাহফিল চলাকালে চরছকিনা এলাকার ছোট ছোট বাচ্ছাদের সাথে একই বয়সী স্থানীয় ছেলেদের কথা কাটাকাটি হয়। এঘটনাকে কেন্দ্র করে সাতবাড়ীয়া এলাকার প্রায় ৪০/৫০ জন যুবক প্রায় অর্ধ কিলোমিটার দুরে চরছকিনা সাজীবাড়ী গিয়ে হামলা করে। হামলাকারীরা সাজীবাড়ীর সামনে মাহফিলে যেতে থাকা সাহজাল সাজীর ছেলে শরীফ সহ মফিজ , ইব্রাহিমকে মারধর করতে থাকে। মফিজের ভাই মারামারির শব্দশুনে সামনে আসলে শাহজাল সাজীদের বাড়ীর সামনে কলের গোড়ায় সবুজকে ব্যাপক মারধর ও কোপাতে থাকে সন্ত্রাসী বাহীনী। সবুজের মাথায় কোপের আঘাতে ব্যাপক রক্তক্ষরন হয় এবং মূমূর্ষ অবস্থায় স্থানীয় লোকজন তাকে লালমোহন সদর হাসপাতালে নিলে ডাক্তার তাকে ভোলা হাসপাতালে রেফার করে।
এব্যাপারে মফিজ বলেন, আমি সহ তাজল সাজির ছেলে মফিজ, ইব্রাহিম মাহফিলে যাওয়ার পথে দেখি সামনে থেকে সাতবাড়ীয়া এলাকার কারী হুজুরের ছেলে নাহিদ, কাশেম হুজুরের ছেলে জিহাদ, লেদু সর্দারের ছেলে মনির, বদ্দি বাড়ীর কানু বদ্দির ছেলে শামীম, গহর মুন্সিবাড়ীর শাহার ছেলে রায়হান ,মফিজের ছেলে ভরসা, সামসুদ্দিনের ছেলে আরিফ, আলাউদ্দিনের ছেলে রাশেল, আবুল কাশেমের ছেলে শামীম, আরিফ, সিহাব, সহ প্রায় ৪০/৫০ জন সকলে হাতে লাঠি নিয়ে এসে আমাদের এলোপাতাড়ী ভাবে মারতে থাকে। শব্দশুনে মফিজের ভাই সবুজ এগিয়ে আসলে তার উপর এরা সকলে সন্ত্রাসী কায়দার হামলা করে এবং কোপিয়ে মারাত্বক জখম করে।লালমোহন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এব্যাপারে লালমোহন থানার অফিসার্স ইনচার্জ মীর খায়রুল কবির বলেন , হামলাকারীদের ধরতে অভিযান চলছে।