রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে মুক্তিযোদ্ধা কমান্ডারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে মুক্তিযোদ্ধা কমান্ডারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান হাওলাদারের বিরুদ্ধে মিথ্যে মামলায় হয়রানি ও অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে ।
জমি সংক্রান্ত বিরোধের জেরে তার বিরুদ্ধে কিছু অসাধু লোক বিভিন্ন মহলে অসত্য কথা প্রচার চলায় বলে অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান হাওলাদার।
মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান হাওলাদার অভিযোগ করে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে আমার আপন চাচাত ভাই মোঃ লোকমান হাওলাদার আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা করে আসছেন এবং আমার বিরুদ্ধে বিভিন্ন মহলে মিথ্যা প্রচার প্রচারণা চালায়।
তিনি ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাময়িক সনদ নং ম- ৮৭৩২৬। তার লাল মুক্তি বার্তা নং ০৬০৪০৬০১৬৯। মুক্তিযোদ্ধা গেজেট নং ৩৬৬। তিনি বোরহানউদ্দিন বিআরডিবির নির্বাচিত ভাইস চেয়ারম্যান। মধ্যকুড়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও বি.কে.এম মাধ্যমিক বিদ্যালয়ের দাতা সদস্য।
এসব মিথ্যে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্মকর্তার সজাগ দৃষ্টি কামনা করেছেন তিনি।