শনিবার, ২৬ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » সদরঘাটে নৌকায় লঞ্চের ধাক্কা, নিহত-৩।। লালমোহন বিডিনিউজ
সদরঘাটে নৌকায় লঞ্চের ধাক্কা, নিহত-৩।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : ঢাকার সদরঘাটের বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ডিঙি নৌকা ডুবে তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার ২৫ জানুয়ারী রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে সদরঘাট টার্মিনাল এলাকা থেকে একটি ডিঙি নৌকায় চার যাত্রী কেরানীগঞ্জে যাচ্ছিলেন। যাত্রাপথে তাদের নৌকাটিকে ধাক্কা দেয় একটি লঞ্চ। এতে চারজন নিখোঁজ হন। পরে তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহতরা হলেন- রোজিনা বেগম (৪০), মমতাজ বেগম (৫০) ও মতিয়ার (৫০)। এ ছাড়া আদিব নামে এক শিশু এখনও নিখোঁজ রয়েছে। এ চারজনই কেরানীগঞ্জের কবরস্থান রোডে থাকতেন।
সদরঘাট নৌ পুলিশের ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।