শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রার্থী বাছাইয়ে তৃনমূল ভোটগ্রহণ-চেয়ারম্যান পদে গিয়াস, ভাইস চেয়ারম্যান রিমন ও শিখা ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন: প্রার্থী বাছাইয়ে তৃনমূল ভোটগ্রহণ-চেয়ারম্যান পদে গিয়াস, ভাইস চেয়ারম্যান রিমন ও শিখা ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন, নিজস্ব প্রতনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে লালমোহন উপজেলায় আওয়ামীলীগ প্রার্থী বাছাইয়ে তৃনমূল ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৫ জানুয়ারী সকালে লালমোহন থানা মোড় এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৮৪ ভোট পেয়ে প্রাথমিক মনোনিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ।
ভাইস চেয়ারম্যান হিসেবে ১৩৫ ভোট পেয়ে মনোনিত হয়েছেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আবুল হাসান রিমন ও ১৩২ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনিত হয়েছেন উপজেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শিখা আফরোজ।
উপজেলার কেন্দ্রিয় ও প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সম্পাদকদের ভোট প্রদানের মাধ্যমে প্রাথমিকভাবে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের এ সকল প্রার্থীদের মনোনিত করা হয়।
এ ছাড়াও উপজেলা চেয়ারম্যান পদে ৮১ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আকতার হোসেন এবং ৫0 ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম হাওলাদার।
ভাইস চেয়ারম্যান পদে ৩৯ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান রিপন পঞ্চায়েত এবং ১৮ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী আহম্মদ মিয়া।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম এবং ১২ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন পৌর মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সালমা ইসলাম বুলু।
নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন, ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু।
প্রার্থী বাছাইয়ে ভোটগ্রহণকালে নির্বাচন কমিশনের দায়িত্ব প্রাপ্ত সদস্যরা হলেন, প্রধান নির্বাচন কমিশনার হলেন পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল, সহকারী নির্বাচন কমিশনার হলেন পৌর আওয়ামীলীগের সহ- সভাপতি মঞ্জু তালুকদার, পৌর আইন বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম নবীন, পৌর দপ্তর সম্পাদক নিয়াজ মুশফিক, পৌর সাংগঠনিক সম্পাদক সাইফুল কবির।