বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে সাংসদ শাওনকে প্রেসক্লাবের সংবর্ধনা।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে সাংসদ শাওনকে প্রেসক্লাবের সংবর্ধনা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিন আসনে জাতীয় সংসদ নির্বাচনে পরপর তিনবার বিজয়ী হওয়ায় এ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপিকে সংবর্ধনা জানিয়েছে লালমোহন প্রেসক্লাব।
বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সংবর্ধনা জানানো হয়।
এসময় প্রেসক্লাবের সভাপতি মো. আ: সাত্তার, সম্পাদক মো. জসিম জনি ও অন্যান্য নেতৃবৃন্দ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে তার হাতে ক্রেষ্ট তুলে দেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যগণ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক দিদারুল ইসলাম অরুণ, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সোহেলসহ টিভি প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালের সংবাদকর্মীগণ।