মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ৫দিন ব্যাপী স্কাউট ও কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে ৫দিন ব্যাপী স্কাউট ও কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,এইচ. এম. এরশাদ, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় স্থানীয় বোরহানউদ্দিন সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে ৫দিন ব্যাপী স্কাউট ও কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো:আ:কুদদূস। উপজেলা স্কাউট সম্পাদক ও কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:ফখরুল আলম এর সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহি কর্মকর্তা বলেন, আতœ মর্যদাশীল জাতি গঠনে স্কাউট এর ভূমিকা অনস্বীকার্য। স্কাউটিং বিশ্বব্যাপী একটি যুব সংস্থা। এর লক্ষ্য যুবকদের শারীরিক ও মানসিক বিকাশ, যাতে করে তারা সমাজ গঠনে গুরুত্বপূর্ন অবদান রাখতে পারে।তিনি বলেন,স্কাউটিং এর মূলনীতি ও আদর্শকে সামনে রেখে দেশের শিশু-কিশোর ও যুবদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রম হিসেবে স্কাউটিং আজ সর্বজন স্বীকৃত। এর বাস্তবমুখী ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে ছেলে মেয়েরা ছোট বেলা থেকেই সঠিক দিক নির্দেশনার ফলে ব্যক্তি ও সমাজ জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পেয়ে থাকে। এ কোর্সে অংশগ্রহনকারী ৮০ জন শিক্ষক-শিক্ষিকার উদ্দেশ্যে তিনি বলেন,আপনারা খুব মনোযোগ সহকারে এ কোর্সটি শেষ করবেন।যাতে আগামী দিনে আপনারা আবার প্রশিক্ষক হয়ে বিভিন্ন জায়গায় গিয়ে স্কাউটিং প্রশিক্ষণ দিতে পারেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কোর্স লিডার আব্দুল ওহাব(এল,টি) কাব শাখার এল,টি হুমায়ূন কবির। তার এ সুন্দর আয়োজনের জন্য বোরহানউদ্দিন উপজেলা স্কাউট সভাপতি ও উপজেলা নির্বাহি কর্মকর্তাকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ.এল.টি আবুল মাকসুদ, সি.এ.এলটি জহরলাল বৈরাগী, সি.এ.এলটি মিজানুর রহমান, সি.এ.এলটি মহিবুল্যাহ, উডব্যাজার, মো:মনিরুল ইসলাম ও মুন্নি বেগম প্রমুখ।