সোমবার, ২১ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ | চরফ্যাশন | জেলার খবর | দক্ষিণ আইচা | বরিশাল | বিভাগের খবর | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » ফের হাত পা বেঁধে কিশোর নির্যাতন।। লালমোহন বিডিনিউজ
ফের হাত পা বেঁধে কিশোর নির্যাতন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলা জেলার চরফ্যাশনের শশীভূষণ থানাধীন হাজারীগঞ্জ ইউনিয়নে মুরগী চুুরির অপবাদে রুবেল (১৪) নামের এক কিশোরকে হাত পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্যে পেটালেন এক ইউপি সদস্য। এ বর্বরোচিত ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার সাথে সর্বত্র সমালোচনা ঝড় বইছে।
অভিযুক্ত নির্যাতনকারী স্থানীয় হাজারীগঞ্জ ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আমজাদ হোসেন।
গত বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকালে হাজারীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ নির্যাতনের ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার কিশোর রুবেল ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আঃ মালেক এর ছেলে। এ ঘটনায় রুবেলের মা বিলকিস বেগম বাদী হয়ে ইউপি সদস্য আমজাদসহ ৬ জনকে আসামী করে ১৮ জানুয়ারী শুক্রবার শশীভূষণ থানায় মামলা দয়ের করেন। যার মামলা নং ১৩/২০১৯ইং।
মামলা সূত্রে জানা যায়, গত বুধবার গভীর রাতে ওই এলাকার কবির তালুকদারের মুরগী চুরি হওয়া নিয়ে কিশোর রুবেলকে অভিযুক্ত করে ইউপি সদস্য আমজাদ এর কাছে অভিযোগ দায়ের করে। অভিযোগের আলোকে ইউপি সদস্য আমজাদ তার দলবল নিয়ে রুবেলকে সন্দেহজনকভাবে ধরে স্থানীয় হাজারীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে হাত ও পায়ের মাঝে লাঠি বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারধর শুরু করে।
রুবেলের মা বিলকিস বেগম বলেন, ‘আমার ছেলে রুবেল নৌকায় বাবুর্চি কাজ করে। ঘটনার দিন বাড়িতে আসলে প্রতিবেশী ছেলেরা মিলে বনভোজন করার জন্য কবিরের বৌয়ের কাছ থেকে ৩০০ টাকায় মুরগি কিনে, কিন্তু পূর্ব থেকে প্রতিবেশী কবিরের সাথে বিরোধ থাকায় মুরগি চুরির অপবাদ দিয়ে আমার ছেলেকে পিছমোড়া বাঁধ দিয়ে মারধর ও জখম করে এবং আমার স্বামী মালদ্বীপে থাকায় আমাকে বিভিন্নভাবে অসামাজিক কাজের অভিযোগ দিয়ে চাঁদা দাবি করে আসছে। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় আমাদের হুমকি ধামকি দিয়ে আসছে যার জন্য আমরা কারো কাছে মুখ খুলে বিচার দিতে পারিনাই।’
অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত সদস্য জানান, আমি মুরগী চুরির কঠিন বিচার করেছি। বিচার করতে গেলে একটু আধটু মারধর করতেই হয়।
জানতে চাইলে হাজারিগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম বলেন, আমরা সালিশ করে মিমাংসা করতে পারি, কিন্তু কাউকে মারার অধিকার আমাদের নেই। এ ঘটনা আমার জানা ছিলনা, ঘটনার পর আমি জানতে পেরে আমি ভিক্টিমকে আইনের আশ্রয় পেতে থানায় অভিযোগ দিতে বলি।
শশিভূষণ থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, কিশোরকে অমানবিক নির্যাতন করা হয়েছে। নির্যাতনের ভিডিও চিত্র আমার কাছে আছে। এ ঘটনায় শশিভূষণ থানায় শিশু আইন ২০১৩ এর ৭০ ধারায় শিশু নির্যাতনে একটি মামলা হয়েছে।
আসামীদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে বলেও জানান তিনি।