বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ | চট্টগ্রাম | জেলার খবর | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চট্টগ্রামে ভূমিদস্যু হাসেমের হুমকিতে নিরাপত্তাহীনতায় রাজিয়ার পরিবার।। লালমোহন বিডিনিউজ
চট্টগ্রামে ভূমিদস্যু হাসেমের হুমকিতে নিরাপত্তাহীনতায় রাজিয়ার পরিবার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মোঃ আসাদুল ইসলাম : চট্টগ্রামে ভূমিদস্যু আবুল হাসেমের হুমকিতে দিশেহারা রাজিয়ার পরিবার।
চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলাধীন পুকুরিয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড পূর্ব পুকুরিয়া গ্রামের মোঃ নুরুল হাসানের স্ত্রী রাজিয়া বেগম ,পুকুরিয়া মৌজায় ৩৯৯/০৫-০৬ নং বন্দোবস্তি মামলার ভূমি দখলের উদ্দেশ্যে হুমকির প্রদান করছে ভূমিদস্যু আবুল হাসেম ।
বিবরণে প্রকাশ ,উক্ত রাজিয়া বেগম ও তার স্বামীর নামে চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পুকুরিয়া মৌজায় ৩৯৯/০৫-০৬ নং বন্দোবস্তি মামলা মূলে বি এস ১ নং সরকারি খাস খতিয়ানের বি এস দাগ নং ৭৩৪৮ এর অন্দর ৪০ শতক এবং৭৩৭৭ এর অন্দর ৬০ শতক মোট ১.০০০০ একর ভূমি লিজ গ্রহণ করিয়া নিরবিচ্ছিন্ন ভাবে ভোগ দখলে আছেন । ভূমিদস্যু আবুল হাসেম গংরা উক্ত বৈধ লিজকৃত সম্পতি জবর দখলের চেষ্টা এবং উৎকোচ দাবি করে আসছে।
রাজিয়ার স্বামী বর্তমানে মারাক্তক অসুস্থ এবং চিকিৎসাধীন থাকায় বিগত ১৮.১২.২০১৮ ইং তারিখ মাননীয় জেলা প্রশাসক বরাবরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেন। যাহার অভিযোগ স্নারক নং ০৯, অতিরিক্ত জেলা প্রশাষক (রাজস্ব) গত ১৯.১২.২০১৮ ইং তারিখ গ্রহণ করেন । আবুল হাসেম গংরা উক্ত অভিযোগের বিষয় জানতে পেরে অভিযোগ প্রত্যাহারের জন্য হুমকি প্রদান করে বলে অভিযোগ করেছেন তিনি।
রাজিয়া বলেন, ভূমিদসু্যরা আমার স্কুল পড়ুয়া ছেলে মেয়ে কে অপহরণ ও গুম খুনের হুমকি দিচ্ছে তারা।
উল্লেখ যে, ইতিপূর্বে ভুমিদস্যু আবুল হাসেম গংদের বিরুদ্ধে আনীত মামলা তদন্তে প্রমানিত হয়, বর্তমানে রাজিয়া সন্তান-সস্ততি এবং অসুস্থ স্বামী কে নিয়ে ভূমিদস্যু আবুল হাসেম গংদের পুনঃ হুমকি ধমকিতে মারাক্তক নিরাপত্তাহীনতায় ভুগছে।
আবুল হাসেম গংরা যে কোন সময় তার এবং তার পরিবার পরিজনের মারাত্নক ভাবে শারীরিক ও মানসিক ক্ষতি করতে পারে এমন আশংকায় দিনযাপন করছেন বলেও জানান রাজিয়া।
ভূমিদস্যুদের পুন: হুমকি ধমকি উল্লেখ করে চট্রগ্রাম জেলার বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। ডায়েরি নং-৭০২, তারিখ ১৫.১.২০১৯ইং।