বুধবার, ১৬ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন উপজেলায় নৌকা প্রতিক চান ৮ জন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন উপজেলায় নৌকা প্রতিক চান ৮ জন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : আগামী ফেরুয়ারীতে উপজেলা নির্বাচনের তফসিল ও মার্চে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন। দেশের প্রতিটি উপজেলায় কয়েকটি ধাপে নির্বাচন করা হবে জানালেও এখনও নির্ধারণ হয়নি দিনক্ষণ। এতে করেই ভোলার লালমোহন উপজেলায় চলছে মনোনয়ন প্রত্যাশীদের তোড়জোর। প্রার্থীতা করার আগ্রহ জানান দিচ্ছেন অনেকেই। আর এ নিয়েই উপজেলার সর্বত্র চলছে আলোচনার ঝড়। এরই মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগ থেকে নৌকা প্রতিকে মনোনয়ন প্রত্যাশী ৮জন। তবে সময় ঘনিয়ে আসলে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে অভিমত অনেকের।
নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আক্তার হোসেন, ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক দিদারুল ইসলাম অরুণ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ঢাকা মহানগর যুবলীগ দক্ষিনের মেম্বার মোশারেফ হোসেন সোহেল পঞ্চায়েত, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাদল পঞ্চায়েত, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক ও ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সম্পাদক ও বর্তমানে কদমতলী থানা আওয়ামীলীগ নেতা ফারহাদ হোসেন নাঈম, ঢাকা (উত্তর) মহানগর যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ সেলিম খাঁন ও উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মো. ইউনূছ মিয়া।
এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পছন্দের প্রার্থীকে দলীয় প্রতিক দেওয়ার দাবি জানিয়ে পোষ্টার ব্যানার পোষ্ট দিচ্ছেন এ সকল মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকগণ। তবে চূড়ান্তভাবে কে হচ্ছেন আওয়ামীলীগের উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থী, কার হাতে উঠবে নৌকা প্রতিক? সেদিকেই তাকিয়ে আছেন লালমোহন উপজেলা আওয়ামী কমী সমর্থকগণ।