মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » সাংবাদিকদের উদ্বেগ কমাতে কাজ কাজ করব- তথ্যমন্ত্রী
সাংবাদিকদের উদ্বেগ কমাতে কাজ কাজ করব- তথ্যমন্ত্রী
লালমোহন বিডিনিউজ, ঢাকা : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের উদ্বেগ কমাতে কাজ করবো।
মঙ্গলবার (১৫ জানুয়ারী) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ড. হাসান মাহমুদ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের পরিপ্রেক্ষিতে সাংবাদিক সমাজের যে উদ্বেগ আছে, তা কমাতে কাজ করব। এ ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা চাই।
তথ্যমন্ত্রী আরও বলেন, অনলাইনের জন্য নীতিমালা হচ্ছে, রেজিস্ট্রেশনের ব্যবস্থা হচ্ছে। অনলাইনের যখন রেজিস্ট্রেশনের ব্যবস্থা হবে, নীতিমালার ভিত্তিতে তখন ভুঁইফোড় অনলাইনগুলো বন্ধ হয়ে যাবে। যত দ্রুত সম্ভব নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের লক্ষ্যে কাজ করব। ২৮শে জানুয়ারি সময়সীমা আছে, চেষ্টা করব সময়সীমার মধ্যে করা যায় কিনা।