সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম | জেলার খবর | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » ডিজিটাল নিরাপত্তা আইন: খাগড়াছড়িতে সাংবাদিক গ্রেফতার
ডিজিটাল নিরাপত্তা আইন: খাগড়াছড়িতে সাংবাদিক গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি : খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল আযমকে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। নুরুল আযম এসএ টিভি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খাগড়াছড়ি প্রতিনিধি।
পরে বিকেল সোয়া ৪টার দিকে হাকিম সেজুতি জান্নাতের আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ওসি (তদন্ত) মো. বায়েছুল ইসলাম বলেন, সাংবাদিক নুরুল আযমের বিরুদ্ধে খাগড়াছড়ির এক শিক্ষক নেত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ আনা হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ভিকটিম (শিক্ষকনেত্রী) নিজেই বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ওই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন।