রবিবার, ৬ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে প্রাথমিক শিক্ষা সমাপনীর কৃতিত্ব অর্জন কারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার (০৬ জানুয়ারী) দুপুরে উপজেলার ধলীগৌরনগরের চতলা মোহাম্মদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম মেম্বার ও মাওঃ মোঃ জামাল উদ্দীনের উদ্যোগে ২০১১ ইং সাল থেকে ২০১৮ ইং সাল পর্যন্ত ১৯ জন কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দীন সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আশ্রাফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন চতলা মোহাম্মদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই, ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম মেম্বার, সহ-সভাপতি মাওঃ মোঃ জামাল উদ্দীন, খাদিজা খানম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুছ মিয়া, চতলা করিমুন্নেছা মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মোঃ জসিম উদ্দীন,তেগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম খোকন মহাজন, নয়াভাঙ্গনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক, চতলা ভোটমডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওঃ মোঃ মাহমুদুল হক,মোঃ মহিবুল্ল্যাহ,কয়ছর আহাম্মদ, মোঃ নুরমোহাম্মদ , মোঃঅজিউল্যাহ মাষ্টার,মোঃ জুয়েল,মোঃ সুমন,মোঃ রতন, আওয়ামীলীগ নেতা মোঃ নুরউদ্দীন মঞ্জুসহ প্রায় ২০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও শিক্ষার্থীদের অভিভাবকরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা কৃর্তি শিক্ষার্থীদের মাধ্যে পুরস্কার বিতরণ করেন।