বৃহস্পতিবার, ৩ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে শিক্ষা কর্মকর্তাকে হুমকী।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাসনে শিক্ষা কর্মকর্তাকে হুমকী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাসন উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরীকে চরফ্যাসন ছাড়ার হুমকী দেয়া হয়েছে। অজ্ঞত দুর্বৃত্তরা বুধবার দিবাগত রাতের যে কোন সময় উপজেলা পরিষদে শিক্ষা অফিসারের কার্যালয়ের দেয়াল লিখনির মাধ্যমে এমন হুমকী দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহষ্পতিবার(৩জানুয়ারী) সকালে উপজেলা শিক্ষা অফিসারকে হুমকী-ধামকী দিয়ে নিজ কার্যালয়ের দেয়ালে লেখা আপত্তিকর বাক্য অফিসে আসা কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষকদের নজরে আসে।
উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী জানান, এটা কাপুষের কাজ। এতে আমি ভীত নই । বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারসহ বিভাগীয় কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন জানান, বিষয়টি থানায় জিডি করতে বলা হয়েছে। জিডির সূত্র ধরে তদন্ত করে পুলিশ প্রকৃত অপরাধীকে খুঁজে বের করবে।
উপজেলা শিক্ষা অফিসারকে হুমকী দেয়ার বিষয় নিয়ে বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে চরফ্যাসনের অফিসপাড়ায় ব্যাপক আলোচনার জম্ম দিয়েছে। শিক্ষক ও শিক্ষা অফিসের একাধিক সূত্র জানান, এক বছর আগে তৃষিত কুমার চৌধুরী চরফ্যাসন অফিসে যোগদানের পর শিক্ষা অফিস কেন্দ্রীক দালালচক্রের সিন্ডিকেট ভেঙ্গে দিয়েছেন। দালালদের তদ্বির রক্ষা না করায় ইতিপূর্বেও স্বীকৃত দালালদের একটি পক্ষ থেকে শিক্ষা অফিসারকে প্রকাশ্যে হুমকী ধামকী দেয়া হয়েছিল। আতংক ছড়িয়ে স্বার্থ উদ্ধারের জন্য ওই দালালচক্র রাতের আধারে এমন অপকর্ম করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) ম.এনামুল হক জানান,এ ঘটানায় বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় একটি জিডি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।