মঙ্গলবার, ১ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে খালে মাছের জোয়ার।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে খালে মাছের জোয়ার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নুরুল আমিন : লালমোহনে খালে মাছের জোয়ার এসেছে। ১লা জানুয়ারী মোঙ্গলবার দুপুরের পর থেকে এই জোয়ার শুরু হয়। উপজেলার হাসপাতালের পাশ দিয়ে বয়ে যাওয়া বড় খালসহ বিভিন্ন খালে ভাটার সময় বিভিন্ন প্রজাতির মাছ ভেসে উঠতে দেখা যায়। খালের আশপাশের ছেলে-বুড়ো, পুরুষ-মহিলা সবাই উৎসব মুখর পরিবেশে থালা, বাটি, ঝাঁঝর, তাগারি, বালতি নিয়ে মাছ ধরার জন্য খালে নেমে পড়ে। জেলেদেরকে ব্যাগ জাল, খুতি জাল, জাই জাল, জাঁকি জাল দিয়েও মাছ ধরতে দেখা যায়। এমনকি মহিলাদেরকে ওড়না, শাড়ি, মশারি দিয়ে খেও দিয়ে মাছ শিকার করতে দেখা যায়। মাছ ধরার উৎসবের আমেজে অনেক সৌখিন মানুষকেও প্যান্ট শার্ট পরা অবস্থায় খালের কাদা জলে নামতে দেখা গেছে। পুটিমাছ, খইলসা মাছ, গুইঙা মাছ, বোয়াল মাছ, বাইং মাছসহ ছোটবড় বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। নতুন বছরের শুভ সুচনার মাহেন্দ্রক্ষণে খালে এভাবে মাছ ভেসে উঠা মানুষের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ উদ্দিপনা সৃষ্টি করে।