শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » যাত্রাবাড়ীতে বসতঘরে আগুন, দগ্ধ হয়ে দু-সহোদরের মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
যাত্রাবাড়ীতে বসতঘরে আগুন, দগ্ধ হয়ে দু-সহোদরের মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : যাত্রাবাড়ীর মাতুয়াইলে একটি বসতঘরে আগুন লেগে পলাশ (১২) ও তুষার (৭) নামের দুই সহোদর জীবন্ত দগ্ধ হয়েছে। পোড়া শরীর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তাদের বাবা ইকবাল হোসেন (৫৫)।
শুক্রবার (২৮ ডিসেম্বর) রাত পৌনে ৩টার দিকে মাতুয়াইল উত্তর পাড়ায় বসত ঘরে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান।
মশার কয়েল থেকে ওই ঘরে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে ভোর পৌনে ৪টার দিকে আগুন নেভাতে সক্ষম হয় বলে জানান ফায়ার সার্ভিস এ কর্মকর্তা।
পরে পোড়া ঘর থেকে দুই ভাই পলাশ ও তুষারের লাশ উদ্ধার করা হয়।এবং তাদের বাবা ইকবাল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।