বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জেলের জালে বিরল প্রজাতির মাছ।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে জেলের জালে বিরল প্রজাতির মাছ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নুরুল আমিন, লালমোহন : ভোলার লালমোহনে একটি বিরল প্রজাতির মাছ পাওয়া গেছে। লালমোহন হাসপাতাল সংলগ্ন খালে ২৬ নভেম্বর বুধবার দুপুরে মাছ ধরার সময় জেলে তোফাজ্জল মুন্সির জালে মাছটি আটকা পড়ে। অন্যান্য মাছের সঙ্গে হাসপাতালে সামনে মাছটি বিক্রি করতে আনলে বিরল প্রজাতির এ মাছটি অনেকের নজর কাড়ে। একনজর দেখার জন্য অনেক লোকের ভীড় জমে। এ ধরনের মাছ এর আগে কেউ দেখেনি বলে জানান। মাছটি সম্পর্কে জানতে চাইলে তোফাজ্জল মুন্সি জানান, এ জাতীয় মাছ তেমন পাওয়া যায় না। এ মাছ সম্পর্কে আমার ধারণা নেই। উপস্থিত অনেকে মাছটি দেখতে অনেকটা কুমিরের মতো বলে একে কুমির মাছ বলেন। আবার অনেকে এটিকে প্যাক মাছ বলেন। এসব কথিত কথা বলেই ধারণা করা হয়। মাছটি দেখতে বেশ সুন্দর। এটি যে নামের বা যে প্রজাতির মাছ হোকনা কেন উপস্থিত মানুষের মধ্যে খুব আগ্রহ জমতে দেখা যায়। সবাই মাছটি সম্পর্কে জানার ইচ্ছা প্রকাশ করেন।