মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » নৌকার বিজয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
নৌকার বিজয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,সাদির হোসেন রাহিম: ভোলা-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন প্রতিদিনের ন্যায় দলীয় নেতাকর্মীদের নিয়ে নৌকা মার্কায় ভোট চেয়ে ভোটারদের মাঝে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
লালমোহন ও তজুমদ্দিনের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে বাড়িতে বাড়িতে নির্বাচনি উঠান বৈঠক ও পথসভায় উপস্থিত হয়ে জনগণের মাঝে বর্তমান সরকারের আমলে সংগঠিত নানা উন্নয়ন কার্যক্রমের তথ্য তুলে ধরে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে নৌকা মার্কার ভোট চান শাওন।
২৫ই ডিসেম্বর মঙ্গলবার ধলীগৌরনগর চরকালাচাঁদ সাজী চৌমুহনী এলাকায় অনুষ্ঠিত পথসভায় এমপি শাওন বলেন, আওয়ামী লীগ সরকার গত দশ বছরে যে পরিমাণ উন্নয়ন করেছে, অতীতের ২৮ বছরে কোন সরকার তা করতে পারেনি। বিএনপি দলীয় প্রার্থী মেজর হাফিজ দীর্ঘদিন সংসদ সদস্য থেকে এ অঞ্চল কে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে। তার সন্ত্রাসী বাহিনী দ্বারা শান্তির নীড় লালমোহন তজুমদ্দিন কে অশান্তির নীড়ে পরিণত করার নোংরা ষড়যন্ত্রে মেতে উঠেছেন। ৩০ ডিসেম্বর ব্যালট পেপারের মাধ্যমে নৌকায় ভোট দিয়ে জনগণ তার নোংরামির জবাব দিবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে বিজয়ের মাসে আরেকটি বিজয় উপহার দিন। নৌকার বিজয় হলে, জনগণের বিজয় হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।