সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ভোটাধিকার প্রয়োগে শংকার সৃষ্টি হয়েছে-সুজন।। লালমোহন বিডিনিউজ
ভোটাধিকার প্রয়োগে শংকার সৃষ্টি হয়েছে-সুজন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : নির্বাচনে সহিংসতার কারণে ভোটারগণ অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করা নিয়ে শঙ্কা ও সংশয় সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
সোমবার ২৪ ডিসেম্বর সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন শীর্ষক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে সুজন।
সুজন জানায়, অংশগ্রহণমূলক নির্বাচনের পূর্বশর্ত হিসেবে সুস্থ প্রতিযোগিতার জন্য যে অনুকূল পরিবেশ প্রয়োজন তা এখনও সৃষ্টি হয়নি।
সংবাদ সম্মেলনে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনের জন্য আমরা সংলাপের আহ্বান জানিয়ে আসছিলাম। দেরিতে হলেও সংলাপ হয় তবে সমঝোতা হয়নি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে বলেই আমাদের ধারণা। কিন্তু প্রচারণায় হামলা, বাধা ও হয়রানির কারণে এখনো অনেক প্রার্থী নির্বিঘ্ন প্রচারণা চালাতে পারছেন না।
তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি না হলে ভোটাররা স্বতস্ফুর্তভাবে ভোটকেন্দ্রে যাবেন কি না সন্দেহ রয়েছে। ভোটাররা যদি অবাধে ভোটকেন্দ্রে যদি না যেতে পারেন তাহলে সে নির্বাচনকে অংশগ্রহণমূলক নির্বাচন বলা যাবে না। সে নির্বাচনকে নিরপেক্ষ নির্বাচন বলা যাবে না।
বদিউল আলম বলেন, এবারের নির্বাচনে ১ হাজার ৮৭১ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন।