বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » জাতীয় | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | সিলেট » প্রার্থীর মৃত্যু, গাইবান্ধা-৩ আসনে নির্বাচন স্থগিত।। লালমোহন বিডিনিউজ
প্রার্থীর মৃত্যু, গাইবান্ধা-৩ আসনে নির্বাচন স্থগিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, গাইবান্ধা প্রতিনিধি : নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, গাইবান্ধা-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী মারা যাওয়ায় ওই আসনে নির্বাচন স্থগিত থাকবে।
গণপ্রতিনিধিত্ব আদেশের ১৭/১ ধারা অনুযায়ী আসনটিতে নির্বাচন বন্ধ থাকবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার ২০ ডিসেম্বর নির্বাচন কমিশনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইসি সচিব।
ইসি সচিব বলেন, রিটার্নিং কর্মকর্তা প্রার্থীর মৃত্যুর সনদসহ বিষধ তথ্য পাঠালে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত দিবেন। তবে, ৩০শে ডিসেম্বর ওই আসনে নির্বাচন হবে না। এরপর, সিদ্ধান্ত নিয়ে পুনঃতফসিল ঘোষণা করা হবে বলে জানান নির্বাচন কমিশন সচিব।
বিভিন্ন এলাকায় প্রার্থীদের অভিযোগের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান নির্বাচন কমিশন সচিব।
সাংবাদিকরা বেশ কিছু জায়গায় সহিংসতার ঘটনা উল্লেখ করলে এগুলোকে বিক্ষিপ্ত বলে মন্তব্য করেন সচিব।