মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | দৌলতখান | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » রাজনীতিবিদ নয়, আমি আপনাদের সেবক হতে চাই- বোরহানউদ্দিনে এমপি মুকুল।। লালমোহন বিডিনিউজ
রাজনীতিবিদ নয়, আমি আপনাদের সেবক হতে চাই- বোরহানউদ্দিনে এমপি মুকুল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলা-২ আসনের আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী আলী আজম মুকুল এমপি বলেন, আমি রাজনীতিবিদ হতে চাই না,আমি আপনাদের সেবক হতে চাই। আমি ছোট বেলায় আমার বাবাকে হারিয়েছে। মা কে ও হারিয়েছি। আপনারা দু উপজেলার মানুষ আমার মা-বাবা। রাজনীতি নয়, আমি এটা মনে করেই আপনাদের সেবা দিয়ে আসছি। যতদিন বাঁচি আপনাদের পাশে থেকেই মা-বাবার মতে আপনাদের সেবা করে যাব।
আমি এমপি, আমার চাচা মন্ত্রী আমার মধ্যে ক্ষমতার উত্তাপ নেই। কারণ ক্ষমতা আল্লাহ দেয়। আবার আল্লাহ নেয়। যারা বিগত দিনে ক্ষমতার দম্ভ দেখিয়ে অনেক অন্যায় অত্যাচার করেছে আজ তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
সোমবার ১৭ ডিসেম্বর রাতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের এক উঠান বৈঠকে এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, বিগত আমলে ও আপনাদের জনপ্রতিনিধি ছিল। এলাকার উন্নয়নে কোন কাজ করেননি। যার জন্য মেঘনার ভাঙন এ এলাকার অনেক বৃত্তশালী পরিবারকে নি:স্ব করেছে। আপনারা আমাকে আপনাদের খেদমত করার সুযোগ দানের পর ৫৫১ কোটি টাকা ব্যয়ে মেঘনার ভাঙ্গন রোধ করার ব্যবস্থা করছি। বোরহানউদ্দিনে ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়ার ব্যবস্থা করেছি। বোরহানউদ্দিন পৌরসভাকে তিলোত্তমা পৌরসভায় রুপান্তর করছি। এতদিন আমি আপনাদের সেবা করেছি। এখন আমার দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিয়েছে। আমাকে যদি পুনরায় আপনাদের সেবা করার সুযোগ দেন,তখন আমি আপনাদের এলাকার গর্বের ধন মরহুম বশির আহম্মেদ মিয়ার বড় সন্তান আমার মামা জসিম উদ্দিন হায়দারকে উপজেলা পরিষদে বসিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দেব।
আমার আরেক মামা জহির উদ্দিন বাবর কে ও বড় মানিকা ইউনিয়নের সেবা করার সুযোগ করে দিব।উপজেলা আ’লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার বলেন, আমাদের প্রাণের মানুষ ,গরীব দু:খি, অবহেলিত মানুষের প্রাণ আলী আজম মুকুল এমপি।যার কাছে একজন রিকসাওয়ালা গিয়ে তার সমস্যার কথা বলতে পারে। আমাদের বড় দু:খ নদী ভাঙ্গন রোধ করছে।
আগামী ৩০ ডিসেম্বর আমরা বড় মানিকা ইউনিয়নের জনগন উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে তাকে সর্বোচ্ছ পরিমান ভোট দিয়ে এমপি নির্বাচিত করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব ইনশল্লাহ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বড় মানিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সহসভাপতি জহির উদ্দিন বাবর, কুতুবা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হেলাল উদ্দিন ভূঁইয়া,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া,আল আমিন মেম্বার প্রমুখ।