শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » অপরাধ | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » জাতীয় ঐক্যফ্রন্টের গাড়ি বহরে হামলা।। লালমোহন বিডিনিউজ
জাতীয় ঐক্যফ্রন্টের গাড়ি বহরে হামলা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের গাড়িতে হামলা চালানো হয়েছে।
শুক্রবার ১৪ ডিসেম্বর সকাল পৌন নয়টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এ ঘটনা ঘটে।
ড. কামাল হোসেনের গাড়ি ছাড়াও আসম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, জগলুল হায়দার আফরিকের গাড়িতে হামলা ও ভাংচোর চালনো হয়। এতে বেশ কয়েক জন আহত হয়েছেন।
এর মধ্যে আসম আবদুর রবের গাড়ি চালককে আহত আবস্থায় হাসপাতালে নেয়া হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে জানা গেছে।
এ বিষয়ে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল আফরিক বলেন, আজকে যারা স্বাধীনতার পক্ষের কথা বলে তারাই শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে হামলা চালিয়ে প্রমাণ দিল তারা আসলে কি।
তিনি বলেন, বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর পরই হামালা চালিয়ে কামাল স্যার, রব, মান্না ও তার গাড়িতে হামলা চালানো হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের একজন জানান, প্রতিবছরের মতো এবারও সকাল থেকেই বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে বিপুলসংখ্যক মানুষের ঢল ছিল। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলী জানাতে এসেছেন এবং শ্রদ্ধা জানিয়ে চলে গেছেন।
ড. কামাল হোসেনসহ অন্যরা যখন বধ্যভূমিতে আসেন, তখন লোকজনের উপস্থিতি কম ছিল।
এসময় একটি দল কামাল হোসেন ও তার সহযোগীদের ওপর হামলা চালায়।
এবিষয়ে বিকাল ৩টায় ড. কামাল হোসেন ঐক্যফ্রন্টের অফিসে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।