সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ৫ জয়িতাকে সংবর্ধনা।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে ৫ জয়িতাকে সংবর্ধনা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় রোকেয়া দিবসে ৫জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বিকালে মহিলা বিষয়ক অধিদপ্তর বোরহানউদ্দিন’র আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় নানা কর্মসূচীর মাধ্যমে দিবসটি উদযাপিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মো: আ: কুদদূস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ার মো: রাসেল হায়দার,বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আহসান। অনুষ্ঠানে মোসাম্মৎ রেহানা বেগমকে নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু,তাছলিমা আকতারকে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী, পারভীন বেগমকে সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য, রোকসনা বালাকে সফল জননী নারী,শাহনাজ পারভীন লাকীকে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সংবর্ধনা প্রদান করা হয়।