রবিবার, ৯ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে বিএনপি নেতাকর্মীদের আওয়ামীলীগে যোগদান।। লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে বিএনপি নেতাকর্মীদের আওয়ামীলীগে যোগদান।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিন আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনকে তৃতীয়বারের মত সাংসদ নির্বাচিত করার প্রত্যয়ে তজুমদ্দিন আওয়ামীলীগ কতৃক উঠান বৈঠকের আয়োজন করা হয়।
রবিবার ৯ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার ঘোষেরহাট ৬নং ওয়ার্ড কেরামত আলী পাটোয়ারী বাড়ীর উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন।
নৌকা প্রতিককে জয়ী করার আহবানে আওয়ামীলীগ আয়োজিত সভায় স্থানীয় বিএনপির প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী সাংসদ শাওনের হাতে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।
সদ্য যোগদানকারী কর্মীরা আসন্ন নির্বাচনে নৌকা প্রতিককে জয়ের লক্ষে নিরলস কাজ করে যাওয়ারও প্রতিজ্ঞা করেন।
এসময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, লালমোহন উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার প্রমুখ।