রবিবার, ৯ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » দুষ্ট লোকের মিষ্টি কথায় কান দিবেন না-ধলীগৌরনগরে উঠান বৈঠকে শাওন।। লালমোহন বিডিনিউজ
দুষ্ট লোকের মিষ্টি কথায় কান দিবেন না-ধলীগৌরনগরে উঠান বৈঠকে শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : বিশ্ব মানবতার প্রতিক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা জনগণের দোড়গোড়ায় পৌছে দিতে মহিলা লীগের উদ্যোগে ধলীগৌরনগর ৮নং ওয়ার্ড চতলা নুর মোহাম্মদ মাষ্টার বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ লালমোহন তজুমদ্দিন আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ও দু-বারের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরেন।
বিএনপি জামাত জোট সরকারের আমলে লালমোহন ও তজুমদ্দিনের নির্যাতিত নিপিড়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, বর্তমানে মানুষ এখন শান্তির নগরীতে বাস করছে। অনুন্নয়নের নগরী এখন উন্নয়নের নগরী। তাই আপনারা দুষ্ট লোকের মিষ্টি কথায় কান দিবেন না।
আগামী ৩০ ডিসেম্বর সকলকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানেরও আহবান জানান শাওন।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার উপজেলা ও ইউনিয়ন মহিলা লীগের নেতৃবৃন্দ।