শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ যুক্তরাজ্যের।। লালমোহন বিডিনিউজ
বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ যুক্তরাজ্যের।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী লর্ড আহমেদ অব উইম্বলডন। তিনি বলেছেন, বাংলাদেশে নতুন কিছু আইন করা হয়েছে। এসব আইনের মাধ্যমে সরকারের সমালোচনাকে অপরাধ হিসেবে গণ্য করার সুযোগ রয়েছে বলে মনে করছে এখানকার সুশীল সমাজ।
এছাড়া বৃটেন বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ওপরও নজর রাখছে। ৩০টি দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে শুক্রবার এক অন্তবর্তী প্রতিবেদনে লর্ড আহমেদ এসব কথা বলেন। মানবাধিকারের দায়িত্বপ্রাপ্ত এই প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে সাংবাদিকেরা প্রায়ই হামলার শিকার হন।
তবে মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকেরা নিজেদের রক্ষায় কীভাবে কাজ করবেন, সে বিষয়ে সহায়তা করতে মানবাধিকার সংগঠন আর্টিকেল নাইন্টিনের সঙ্গে কাজ করছে যুক্তরাজ্য।