
শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বিএনপি প্রার্থী মেজর হাফিজের হামলা মামলার মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানিয়ে এমপি শাওনের সংবাদ সম্মেলন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে বিএনপি প্রার্থী মেজর হাফিজের হামলা মামলার মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানিয়ে এমপি শাওনের সংবাদ সম্মেলন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,মিজানুর রহমান লিপু : লালমোহন উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থী এমপি শাওন বলেন, বিএনপি প্রার্থী মেজর হাফিজ ঢাকায় বসে আমার বিরুদ্বে হামলা মামলার যে অভিযোগ করেছেন তা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। শনিবার ৮ ডিসেম্ভর দুপুর ১২টায় থানামোড়ের দলীয় কার্যালয়ে লালমোহন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দলীয় প্রার্থী হিসেবে লিখিত বক্তব্যে নুরুন্নবী চৌধূরী শাওন বলেন, মেজর হাফিজ বিএনপি দলীয় প্রার্থী হলেও এখন পর্যন্ত যে এলাকায় আসেন নি। নির্বাচনে মনোনয়নের টাকা দাখিল সহ যাচাই বাছাই কালেও সে ঢাকায় ছিল। অথচ সে আমার বিরুদ্ধে তার বাসা বাড়িতে হামলা ও মামলার অভিযোগ করেন। তিনি তার বক্তব্যে বলেন মেজর হাফিজের দশ বছরের পরিত্যাক্ত বাসাটি বর্তমানে রং করে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। আমার জানামতে এ সময় পর্যন্ত তার বাসায় একটি কনার আঘাতেরও চিহ্ন পাওয়া যাবেনা। মেজর হাফিজ ২০০১ সালে জোট সরকারের আমলে তার মৌমাছি বাহিনী,বীর বিক্রম বাহিনী, মার্শাল বাহিনী সহ বিভিন্ন বাহিনী দিয়ে এদেশের নিরীহ লোকজনের উপর যে অত্যাচার নির্যাতন করেছে তার ভয়ে সে এলাকায় আসতে পারছেন না। এছাড়াও তিনি বিএনপির সংস্কার পন্থী হওয়ায় তাদের দলের মধ্যেও অভ্যন্তরীন কোন্দল থাকায় সে এলাকায় আসতে ভয় পাচ্ছে বলে আমার মনে হচ্ছে। এদিকে আসন্ন নির্বাচনকে বানচাল, এ অঞ্চলকে অস্থিতিশীল করার চক্রান্ত হিসেবে আমার বিরুদ্ধে এ সকল বনোয়াট ও মিথ্যা তথ্য দিয়েছে । শাওন বলেন আমি তার এসকল মিথ্যা বানোয়াট ও কাল্পনিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।