শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম | জেলার খবর | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » বউয়ের হাতে শাশুড়ি খুন।। লালমোহন বিডিনিউজ
বউয়ের হাতে শাশুড়ি খুন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নোয়াখালী প্রতিনিধি : লক্ষ্মী রানী দেবনাথ (৬০) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে তার ছেলের বউ মিতা রানী দেবনাথ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে নোয়াখালীর সুবর্ণচর ৭নং পূর্ব চরবাটা ইউনিয়নের চর মজিদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লক্ষ্মী রানী দেবনাথ একই এলাকার সন্তোষ চন্দ্র দেবনাথের স্ত্রী। ঘাতক মিতা রানী দেবনাথ সন্তোষ চন্দ্র দেবনাথ ও লক্ষ্মী রানী দেবনাথ এর ছোট ছেলে রকি দেবনাথের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে প্রায়ই শাশুড়ি লক্ষ্মী রানী দেবনাথ তার ছোট ছেলে রকির স্ত্রী মিতা রানী দেবনাথকে বকাঝকা করতো।
এর জের ধরে বৃহস্পতিবার রাত ৯টায় ঘরে থাকা দা দিয়ে শাশুড়ির মাথায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় মিতা।
পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে লক্ষ্মী রানী দেবনাথের মৃত্যু হয়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে রকি দেবনাথ বাদী হয়ে স্ত্রী মিতা রানী দেবনাথকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে।
ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে তাকে খুন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও জানান, আসামী মিতা রানী দেবনাথকে আটকের চেষ্টা চলছে।