বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো সরকার গঠনের সুযোগ দিন - এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো সরকার গঠনের সুযোগ দিন - এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নুরুল আমিন: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দুইবার নির্বাচিত ভোল-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন নির্বাচনী এলাকার সাধারণ মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করছেন। ৬ ডিসেম্বর বদরপুর, শিকদার হাট, পৌরসভা, চরভুতাসহ বিভিন্ন এলাকায় তিনি ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে বলেন, আমি আপনাদের সেবক হিসেবে কাজ করেছি। পূর্বের যে কোনো সময়ের চেয়ে আমার সময় লালমোহন তজুমুদ্দিনে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে। আমি কঠোর হাতে সন্ত্রাস দমন করেছি। নদী ভাঙ্গন রোধ করেছি। সাধারণ মানুষকে বুকে টেনে নিয়েছি। আপনাদের মায়ারটানে বার বার আপনাদের মাঝেই ফিরে আসি। এমপি শাওন বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশে উন্নয়নে নিজের সুখ শান্তির কথা ভাবেননি। দেশের মানুষের কথা তিনি সবসময় ভাবেন। নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো সরকার গঠনের সুযোগ দিন। এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আঃ মালেক, ভারপ্রাপ্ত সেক্রেটারি দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম হাওলাদার, সেক্রেটারি সফিকুল ইসলাম বাদল, সাংগঠনিক সম্পাদক শাহজামাল দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সোহেল, যুবলীগের সেক্রেটারি আবুল হাসান রিমন, পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, সেক্রেটারি আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম শামিম, সেক্রেটারি মিজান হাওলাদার প্রমুখ।