
বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে ভোলা তথ্য অফিসের ওরিয়েন্টেশন কর্মশালা।। লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে ভোলা তথ্য অফিসের ওরিয়েন্টেশন কর্মশালা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : তথ্য মন্ত্রণালয়াধীন গণসংযোগ অধিদপ্তরের উদ্যোগে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম জিওবি খাতের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৫ডিসেম্বর তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়ন পরিষদে ভোলা জেলা তথ্য অফিস এক দিনের এই কর্মশালার আয়োজন করে।
জেলা তথ্য অফিসার মোঃ আহসান কবিরের সভাপতিত্বে কর্মশালায় টেইনার ছিলেন ভোলা সিভিল সার্জনের সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, জেলা সমাজসেবা অফিসার ইসমাত আরা খানম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান। কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজসেবক, সাংবাদিক, স্বাস্থ্যকর্মিসহ ৪০ জন ব্যক্তি অংশগ্রহণ করেন।
জীবন তথ্য, মাদক, জঙ্গিবাদ, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ, শিশু ও নারীর অধিকার, সচেতনতা, নিরাপত্তা, জন্ম নিবন্ধন ও শিশু বিবাহ প্রতিরোধ, নিরাপদ মাতৃত্বসহ জনগুরুত্বপূর্ণ বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালায় প্রশিক্ষণ দেয়া হয়।