বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » সরকার কি ভূমিকা পালন করেছে, জনগণ সেটা ভোটে বুঝিয়ে দিবে–কাদের।। লালমোহন বিডিনিউজ
সরকার কি ভূমিকা পালন করেছে, জনগণ সেটা ভোটে বুঝিয়ে দিবে–কাদের।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : সরকার মানুষকে খেয়ে ফেলছে এবং ১০ তারিখের পর জনগণ রাস্তায় নামবে, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকার কি ভূমিকা পালন করছে সেটা জনগণ ৩০ তারিখের ভোটে বুঝিয়ে দিবে।
৩০ ডিসেম্বর সরকারের বিরুদ্ধে ভোট বিপ্লব হবে- মান্নার এই বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, মান্না সাহেব একটু অপেক্ষা করুন ৩০ তারিখে বাংলার মানুষের রায়ে ভোট বিপ্লব হবে, তখন বুঝতে পারবেন আপনার ধারণা কতটা অবাস্তব।
বুধবার ৫ ডিসেম্বর দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
বিরোধী নেতাদের আন্দোলনে নামার হুঁশিয়ারি নিয়ে কাদের বলেন, ১০ বছরে নামলো না, ১০ তারিখের পর আন্দোলন করবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেখি না আন্দোলন করতে কে আসে? মানুষ না থাকলে তো আন্দোলন হয় না। মানুষের সাড়া নেই বলে, এই ১০ বছরে তারা কোনো আন্দোলন করতে পারেনি।