মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বিভাগের খবর | রংপুর | শিরোনাম | সর্বশেষ » পরকিয়া প্রেমিকের কাটা পুরুষাঙ্গ নিয়ে থানায় প্রেমিকা।। লালমোহন বিডিনিউজ
পরকিয়া প্রেমিকের কাটা পুরুষাঙ্গ নিয়ে থানায় প্রেমিকা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দে এক পরকিয়া প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দিয়েছে তার প্রেমিকা। ওই কাটা পুরুষাঙ্গ ও বঁটি হাতে নিয়ে থানায় আত্মসমর্পণ করেছে সে।
আহত প্রেমিককে রাতেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার ২ ডিসেম্বর রাতে উপজেলার বাগবাড়ি খাঁ পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কামারখন্দ থানার ওসি হাবিবুল ইসলাম।
পরকিয়া প্রেমিক দুলাল হোসেন (৫১) উপজেলার বাগবাড়ি গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে এবং প্রেমিকা রওশন আরা (৪৫) একই গ্রামের প্রতিবেশী সাত্তারের স্ত্রী।
ওসি হাবিবুল ইসলাম বলেন, উভয়ের সম্পর্ক দীর্ঘদিনের। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুলালের সংসারে স্ত্রী ও তিন মেয়ে রয়েছে।
তার মধ্যে এক মেয়ের বিয়ে দিয়েছেন। আর রওশন আরার স্বামী, ১ ছেলে ও দুই মেয়ে রয়েছে। তার মধ্যে মেয়ের বিয়ে হয়েছে।
এ ঘটনায় দুলালের স্বজনরা থানায় মামলা করেছেন। এ সম্পর্কের বিষয়ে এলাকায় একাধিক দেন দরবারও হয়েছে। পরিবারের কথা ভেবে সম্পর্ক বিচ্ছেদ করার জন্য দুলালকে একাধিকবার প্রস্তাব দেয় প্রেমিকা রওশনা আরা। কিন্তু প্রেমিক দুলাল প্রস্তাবে রাজি না হয়ে সম্পর্ক চালিয়ে যেতে থাকে।
তাই পূর্বপরিকল্পনা মোতাবেক রওশন আরা রোববার রাতে তার বাড়ির পেছনে বাঁশঝাড়ে ডেকে এনে কৌশলে ধারালো বঁটি দিয়ে দুলালের পুরুষাঙ্গ কর্তন করে থানায় গিয়ে হাজির হন বলে পুলিশের কাছে দাবি করেছে রওশন আরা।