মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | তজুমদ্দিন | দক্ষিণ আইচা | দৌলতখান | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | ভোলা | মনপুরা | রাজনীতি | লালমোহন | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ২৪ প্রার্থীর ২১ জনের মনোনয়নপত্র বৈধ, ৩ প্রার্থীর বাতিল।। লালমোহন বিডিনিউজ
ভোলায় ২৪ প্রার্থীর ২১ জনের মনোনয়নপত্র বৈধ, ৩ প্রার্থীর বাতিল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা জেলার মোট ৪টি আসনের ২৪জন প্রার্থীর মধ্যে ২১ জনের মনোনয়নপত্র বৈধ ও ৩জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার।
মনোনয়ন বাতিল করা হয়েছে যাদের তারা হচ্ছেন, ভোলা-১ আসনের বিএনপির মনোনিত প্রার্থী গোলাম নবী আলমগীর, ভোলা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির সেলিম ও ভোলা-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী এম এ মান্নান।
রবিবার ২ ডিসেম্বর দুপুরে মনোনয়ন পত্র যাচাই বাছাইকালে তাদের মনোনয়নপত্র ভোলা জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বাতিল ঘোষণা করেন।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে যাচাই বাছাই কালে ভোলা-১ আসনের বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীর ঋণ খেলাপী হওয়ার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া এ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী তোফায়েল আহমেদ, বিএনপির প্রার্থী হায়দার আলী লেলিন, বিজেপির প্রার্থী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, বিজেপির প্রার্থী রেবা রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনিত প্রার্থী মাওলানা ইয়াছিন নবীপুরী, জাতীয় পার্টির মনোনিত প্রার্থী কেফায়েতুল্লাহ নজিবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
ভোলা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির সেলিমের হলফ নামায় মোট ভোটারের শতকরা ১ ভাগ ভোটারের স্বাক্ষর না থাকার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া এ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আলী আজম মুকুল, বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিম, বিএনপির অপর মনোনিত প্রার্থী হাফিজ ইব্রাহিমের পুত্র ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ, বিএনপির মনোনিত প্রার্থী রফিকুল ইসলাম মমিন, ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়দুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
ভোলা -৩ আসনে মোট ৫ জন মনোনয়নপত্র জমা দেন। তারা হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন, বিএনপির প্রার্থী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ, বিএনপির অপর প্রার্থী এ্যাডভোকেট কামাল হোসেন , ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মোসলেহ উদ্দিন ও জাতীয় পার্টির প্রার্থী নুরুন্নবী সুমন। যাচাই বাছাইতে এই ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
ভোলা-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী এম এ মান্নানের হলফনামায় স্বাক্ষর না করায় যাচাই বাছাইকালে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এছাড়া ওই আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, বিএনপির মনোনিত প্রার্থী নাজিম উদ্দিন আলম, বিএনপির মনোনিত প্রার্থী নুরুল ইসলাম নয়ন ও ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মহিবুল্লাহ’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।