সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » রিটার্নিং কর্মকর্তা আমার আবেদন রাখেননি-ইমরান এইচ সরকার।। লালমোহন বিডিনিউজ
রিটার্নিং কর্মকর্তা আমার আবেদন রাখেননি-ইমরান এইচ সরকার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : নগণ্য ইস্যুকে কেন্দ্র করে আমার প্রার্থিতা বাতিল করা হয়েছে। আমারসহ অন্যদের মনোনয়ন বাতিলে যেসব কারণ দেখানো হয়েছে, সেই হিসেবে দেশে কোনো বৈধ প্রার্থীই থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
সোমবার ৩ ডিসেম্বর নিজের মনোনয়ন ফিরে পেতে আপিলের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এসে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
ইমরান এইচ সরকার কুড়িগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। গতকাল রবিবার বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল করে দেন রিটানিং কর্মকর্তা। বলা হয়, ভোটারদের এক শতাংশ সমর্থনে ‘ত্রুটি থাকায়’ তার মনোনয়নপ্রত বতিল করা হয়েছে।
ডা. ইমরান এইচ সরকার বলেন, আমার সমর্থকদের নামের সিরিয়াল একটু এদিক-সেদিক হয়েছে। এতেই অবৈধ বলে ঘোষণা দেয়া হলো।
আমার বাড়তি ৫শ’ সমর্থন ছিল। তারা সেটি নেননি। এক শতাংশের তালিকা ঠিক ছিল। হয়তো সিরিয়াল এদিক-সেদিক ছিল। এরপর আমি বলেছি, এটা ঠিক করে দেই। কিন্তু, রিটার্নিং কর্মকর্তা আমার আবেদন রাখেননি।
একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে সংক্ষুব্ধরা সোমবার থেকে বুধবারের মধ্যে ইসিতে অভিযোগ করতে পারবেন। পরে তাদের আবেদনের ওপর ৬ থেকে ৮ই ডিসেম্বর পর্যন্ত শুনানি করে সিদ্ধান্ত দেবে ইসি।