সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » আমাকে স্বাক্ষরের সুযোগ না দিয়ে বললেন মনোনয়নপত্র বাতিল-গোলাম মওলা রনি।। লালমোহন বিডিনিউজ
আমাকে স্বাক্ষরের সুযোগ না দিয়ে বললেন মনোনয়নপত্র বাতিল-গোলাম মওলা রনি।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : পটুয়াখালী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মওলা রনি তার মনোনয়ন বাতিল প্রসঙ্গে বলেছেন, এটা একটি সাধারণ ভুল ছিলো। এ ধরণের সাধারণ ভুলের জন্য অতীতে কখনই কোন মনোনয়পত্র বাতিল হয় নাই। আমরা সাপ্লিমেন্টারী ডকুমেন্ট নোটারী পাবলিক করে জমা দেই। আমরা যেটা করি এটার দুটো কপি করি। এতে ভুলক্রমে আমার স্বাক্ষরটা পড়েনি। সাধারণত যাচাই বাছাইয়ে এ ধরণের ভুল হলে বলা হয় আপনি একটা স্বাক্ষর করে নিন। আমাকে স্বাক্ষরের সুযোগ না দিয়ে তিনি সরাসরি বললেন আপনার মনোনয়নপত্র বাতিল।
গোলাম মওলা রনি নিয়ম মেনে আপিল করেছেন মনোনয়নপত্র গ্রহণ করবার জন্য।
তিনি আরো বলেন, আমি আশাবাদী সুষ্ঠ ও ন্যায় বিচার পাবো এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো।
উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মওলা রনি।
এর আগে গতকাল রোববার গোলাম মওলা রনির মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন পটুয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তা। হলফনামায় স্বাক্ষর না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়।
সোমবার ৩ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এসে রনি নিজে এই আপিল করেন।