বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে যুবলীগ অফিসে হামলাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে যুবলীগ অফিসে হামলাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,মিজানুর রহমান লিপু : লালমোহন ডাওরী বাজারে যুবলীগ অফিসে হামলাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবলীগ। বৃহস্পতিবার ২৯ নভেম্বর সন্ধা সাড়ে সাতটায় উপজেলা যুবলীগ সম্পাদক আবুল হাসান রিমন সংবাদ সম্মেলনে বলেন, বৃহস্পতিবার সকাল ১০ টায় ভোলা জেলা যুবদল ও কালমা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক বাহাদুর ও সম্ভপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী ৪/৫ টি মাইক্রোবাস দিয়ে এসে দেশীয় অশ্্রুসস্ত্র নিয়ে যুবলীগ অফিসে হামলা করে। হামলার সময় স্থানীয় যুবলীগ কর্মীদের বর্ধিত সভা চলছিল। হামলায় যুবলীগের ১৮ নেতাকর্মী আহত হয় যার মধ্যে সেলিম সিকদার, ফয়েজ উল্ল্যাহ মাল, তানভীর, মোঃ আলী বর্তমানে লালমোহন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি তার লিখিত বক্তব্যে আরো বলেন, এ হামলার মাধ্যমে লালমোহনে জাতীয় নির্বাচনের যে শান্ত পরিবেশ চলছে তাকে অশান্ত ও জাতীয় নির্বাচন বানচালের জন্য বিএনপির একটি ষড়যন্ত্র। এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইচ চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম হাওলাদার, সম্পাদক সফিকুল ইসলাম বাদল, সাংগঠনিক সম্পাদক আনম শাহজামাল দুলাল, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও কালমা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন,উপজেলা যুবলীগ সভাপতি ইমাম হোসেন হাওলাদার. সহ সভাপতি বদিউজ্জমান বাদল, অধ্যাপক মিজানুর রহমান লিপু,সাংগঠনিক সম্পাদক ইউসুফ মঞ্জু , সাহাবুদ্দিন মিয়া ও যুবলীগ নেতা আরিফুর রহমান ।