
বুধবার, ২৮ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » খালেদা জিয়ার বিকল্প ফখরুল।। লালমোহন বিডিনিউজ
খালেদা জিয়ার বিকল্প ফখরুল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাধারণত নির্বাচন করেন দলটির প্রধান খালেদা জিয়া নিজেই।
এদিকে বুধবার ২৮ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে খালেদা জিয়ার মনোনয়ন পত্র বগুড়ার রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের কাছে জমা দেওয়া হয়। দলের চেয়ারপারসনের পক্ষে মনোনয়নপত্র জমা দেন চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবুর রহমান।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ওই আসনে এখন পর্যন্ত মোট চারজন জমা দিয়েছেন। ওই আসনে জাতীয় পার্টির বর্তমান সাংসদ নুরুল ইসলাম ওমর মনোনয়নপত্র জমা দিয়েছেন।