মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » এমপি মুকুলকে রিসিভ করতে গিয়ে অসুস্থ আঃ লীগ সহসভাপতি বাবর।।লালমোহন বিডিনিউজ
এমপি মুকুলকে রিসিভ করতে গিয়ে অসুস্থ আঃ লীগ সহসভাপতি বাবর।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলা-২ আসনের বর্তমান এমপি ও আগামী জাতীয় নির্বাচনের আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলী আজম মুকুলের আগমন উপলক্ষ্যে বোরহানউদ্দিন উপজেলা লঞ্চ ঘাটে রিসিভ করার সময় উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি মোঃ জহির উদ্দিন বাবর অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার সকালে বোরহানউদ্দিন লঞ্চ ঘাটে এমপি আলী আজম মুকুলকে রিসিভ করার কিছুক্ষন পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। এসময় এমপি মুকুল তাকে দ্রুত বোরহানউদ্দিন হাসপাতালে পাঠান। প্রাথমিক চিকিৎসা নিয়ে তার নিজ বাসায় আসেন। উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি মোঃ জহির উদ্দিন বাবর এর বাবা বীরমুক্তিযুদ্ধা মরহুম বশির আহমেদ মিয়া। তিনি উপজেলার সাবেক পৌর মেয়র ও বড়মানিকায় ৩৮ বছর চেয়ারম্যান ছিলেন। মোঃ জহির উদ্দিন বাবরকে দেখতে তার বাসায় ছুটে যান তারই বড় ভাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বড়মানিকা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হায়দার, ছোট ভাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রাসেল আহমেদ মিয়াসহ আওয়ামীলীগের নেতারা।