মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ভোটারদের সাথে এমপি শাওনের শুভেচ্ছা বিনিময়।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে ভোটারদের সাথে এমপি শাওনের শুভেচ্ছা বিনিময়।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নুরুল আমিন : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে নৌকা মার্কার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন হেভিওয়েট প্রার্থী এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। ২৭ নভেম্বর তিনি দিনব্যাপী লালমোহন উপজেলার গজারিয়া, ফরাজগঞ্জ, রমাগঞ্জ, লর্ডহার্ডিঞ্জসহ কয়েকটি স্থানে গণসংযোগ করেন। এ সময় ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এমপি শাওন বলেন, আমি সুখে দু খে পাশে ছিলাম, আছি এবং থাকবো। আপনাদের ভালবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। দেশের চলমান পরিস্থিতি ও উন্নয়নের ধারা অত্যন্ত সন্তোষজনক। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। এমপি শাওন বলেন, লালমোহনে আমি ব্যাপক উন্নয়ন করেছি। আপনারা আমাকে আরো উন্নয়ন করার সুযোগ দিন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামী লীগের সেক্রেটারি সফিকুল ইসলাম বাদল, উপজেলা যুবলীগের সভাপতি ইমাম হোসেন, সেক্রেটারি আবুল হাসান রিমন, ছাত্র লীগের সভাপতি জাকির বিশ্বাস, সেক্রেটারি জসিম ফরাজি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিহাদ বিন হায়দার ডিকো, সেক্রেটারি তানজিম হাওলাদার, শ্রমিক লীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত, পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, সেক্রেটারি আমিনুল ইসলাম, ছাত্র লীগের সভাপতি মুর্তজা সজিব, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম শামীম, সেক্রেটারি মিজান হাওলাদার, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি নয়ন পঞ্চায়েতসহ স্থানীয় ভোটার ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।