মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ঐক্যফ্রন্ট নির্বাচন চায় না–ওবায়দুল কাদের।। লালমোহন বিডিনিউজ
ঐক্যফ্রন্ট নির্বাচন চায় না–ওবায়দুল কাদের।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নোয়াখালী প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোটের বাজারে বিএনপির অবস্থা ভালো নয়, তাই হতাশা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল কান্নাকাটি শুরু করেছেন।
মঙ্গলবার ২৭ নভেম্বর নোয়াখালী-৫ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘ভোটের বাজারে অবস্থা ভালো নয়, ভালো নয়। সেজন্য হতাশা থেকে তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) কান্নাকাটি শুরু করেছেন।’
আ.লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, ‘এই মুহূর্তে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ চাওয়ার অর্থ ঐক্যফ্রন্ট নির্বাচন চায় না, বরং বানচাল করতে চায়।’
দলছুট ও জনবিচ্ছিন্ন নেতারা যতোই বিএনপির সঙ্গে হাত মেলাচ্ছে দলটি ততই জনসমর্থন হারাচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
এ সময় তার সঙ্গে আওয়ামী লীগের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।