সোমবার, ২৬ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লাখো জনতার ভালবাসায় সিক্ত সস্ত্রীক সাংসদ শাওন–এমপি শাওন।। লালমোহন বিডিনিউজ
লাখো জনতার ভালবাসায় সিক্ত সস্ত্রীক সাংসদ শাওন–এমপি শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নুরুল আমিন : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে শেখ হাসিনার নৌকার মাঝি হতে দুইবারের নির্বাচিত সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের মনোনয়ন ঘোষণার পর পরই আনন্দ উল্লাসে মেতে ওঠে নির্বাচনী এলাকার জনগণ।
দলীয় মনোনয়ন পেয়ে পরদিন সোমবার ২৬ নভেম্বর লালমোহনে আগমন করে লাখো জনতার অকৃত্রিম ভালবাসায় সিক্ত হলেন সস্ত্রীক সাংসদ শাওন।
এদিন সকাল ১০টার দিকে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে শাওনকে অভিনন্দন জানানো হয়। লালমোহন উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শাওন। আওয়ামী লীগ ছাড়াও অন্যান্য শ্রেণি পেশার মানুষের ভালবাসায় সিক্ত সাংসদ শাওন বলেন, জননেত্রী শেখ হাসিনা জনগণের ভালবাসার মূল্যায়ন করেছেন। নির্বাচনে জননেত্রীর নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার দায়িত্ব আপনাদের। আপনারা আমাকে তৃতীয় বারের মতো এমপি নির্বাচিত করলে আরো অনেক উন্নয়ন করবো।
এ সময় তিনি সবাইকে উন্নয়ন ফিরিস্তি তুলে ধরে নৌকায় ভোট দেয়ার অনুরোধও করেন তিনি।