রবিবার, ২৫ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » বুধবারের আগেই ঐক্যফ্রন্টের প্রার্থী চুড়ান্ত করা হবে–মির্জা ফখরুল।। লালমোহন বিডিনিউজ
বুধবারের আগেই ঐক্যফ্রন্টের প্রার্থী চুড়ান্ত করা হবে–মির্জা ফখরুল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : বুধবারের আগেই ঐক্যমতের ভিত্তিতে একাদশ সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণের প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার ২৫ নভেম্বর বেলা ১২টায় আসন ভাগাভাগি নিয়ে ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সাথে বৈঠকের পর মির্জা ফখরুল সাংবাদিকদের এ কথা বলেন।
মতিঝিলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, গণফোরামের মোস্তফা মহমিন মন্টু, সুব্রত চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো. মনসুর উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, “আপনারা দেখেছেন যে, গত চারদিন ধরে আমরা আমাদের দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছি। জাতীয় ঐক্য ফ্রন্টের অন্যান্য দলের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, ২০ দলেরটা হয়েছে।
“এখন আমরা এটা চূড়ান্ত পর্যায়ে আনার জন্য তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে একটা ঐক্যমতে পৌঁছাব বলে আশা করছি।”
কবে নাগাদ প্রার্থী চূড়ান্ত করা হবে জানতে চাইলে ফখরুল বলেন, “২৮ তারিখের আগে মনোনয়ন চূড়ান্ত করতে হবে। মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন ২৮ তারিখ। তার আগে আমরা শেষ করব। যদি প্রয়োজন হয় প্রত্যাহারের সময় থাকতে তা করতে পারব আমরা।”