শনিবার, ২৪ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » সাংসদ শাওনের আগমন উপলক্ষে লালমোহন পৌর আওয়ামীলীগের আলোচনা সভা।। লালমোহন বিডিনিউজ
সাংসদ শাওনের আগমন উপলক্ষে লালমোহন পৌর আওয়ামীলীগের আলোচনা সভা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নুরুল আমিন : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজ নির্বাচনী এলাকায় ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের আগমন উপলক্ষে লালমোহন পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৪ নভেম্বর সন্ধ্যায় আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম হাওলাদার।
পৌর আওয়াম লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজালাল দুলাল, রঞ্জয় কুমার দাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জহির হাওলাদার, পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল মামুন, ছাত্রলীগের সভাপতি মুর্তজা সজীব, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম শামিম, সম্পাদক মিজান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সমীর চন্দ্র দাস, শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক নয়ন পঞ্চায়েত প্রমুখ।
আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ২৫ নভেম্বর ঢাকা থেকে লঞ্চযোগে রওয়ানা হয়ে ২৬ নভেম্বর লালমোহন পৌছবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করে।