
শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » একসঙ্গে চার সন্তান প্রসব।। লালমোহন বিডিনিউজ
একসঙ্গে চার সন্তান প্রসব।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, যশোর প্রতিনিধি : যশোরে একসঙ্গে চার সন্তান প্রসব করেছেন মীরা খাতুন (২৩)।
শুক্রবার ২৩ নভেম্বর সকালে যশোরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন মেয়ে ও এক ছেলে প্রসব করেন মীরা। মাহবুব-মীরা দম্পতি ঝিনাইদহের কালীগঞ্জ এলকার বাসিন্দা।
কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, মা ও চার সন্তান সুস্থ আছেন। হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ নিকুঞ্জ বিহারী গোলদার ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারটি সম্পন্ন করে চার শিশুকে আলোর মুখ দেখান।
মীরার বাবা ওলিয়ার রহমান জানান, বছর দুই আগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা-ত্রিলোচনপুর এলাকার তবিবর রহমানের ছেলে মাহবুবুর রহমান সবুজের সঙ্গে তার মেয়ে মীরা খাতুনের বিয়ে হয়। জামাই একটি ওষুধ কোম্পানিতে কর্মরত। গর্ভধারণের পর থেকেই মেয়েটি ডাক্তার নিকুঞ্জ বিহারীর তত্ত্বাবধানে ছিল।
পরে সকালে অস্ত্রোপচারের মাধ্যমে মীরা তিন মেয়ে ও একটি ছেলে শিশুর জন্ম দেয়।