শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » তরুনদের সাথে আজ সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
তরুনদের সাথে আজ সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা: শুক্রবার ২৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের ভাবনা-চিন্তার কথা শুনতে এবং তাদের সঙ্গে নিজের মতবিনিময় করতে সরাসরি কথা বলবেন ।
অনুষ্ঠানে প্রজন্মের সঙ্গে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন শেখ হাসিনা।
সেইসঙ্গে তরুণদের কাছ থেকে শুনবেন দেশ গঠনে তাদের পরিকল্পনা ও পরামর্শের কথা।
‘লেটস টক’ নামে এ অনুষ্ঠানের আয়োজক আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।
দেশের ইতিহাসে ‘প্রথমবারের মতো’ কোনো প্রধানমন্ত্রী তরুণদের মুখোমুখি হচ্ছেন।
অনুষ্ঠানটি গত ১৬ নভেম্বর আয়োজনের কথা থাকলেও পরে তা পিছিয়ে ২৩ নভেম্বর ঠিক করা হয়।