শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » বিএনপি নির্বাচনে আসায় আওয়ামীলীগের মাথা খারাপ হয়ে গেছে-মওদুদ।। লালমোহন বিডিনিউজ
বিএনপি নির্বাচনে আসায় আওয়ামীলীগের মাথা খারাপ হয়ে গেছে-মওদুদ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : সরকার ভেবেছিল বিএনপি নির্বাচনে অংশ নিবে না। কিন্তু এখন মনে হচ্ছে তারাই নির্বাচন থেকে পালিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।
শুক্রবার ২৩ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মদিন উপলক্ষে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মওদুদ বলেন, বিএনপি নির্বাচন যাওয়ার ঘোষণার পর পরই আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে। এখন তাদের পরাজয়ের ভয়। তাই পরাজয়ের ভয়ে আওয়ামী লীগ নির্বাচন থেকে পালিয়ে যেতে পারে।
তিনি আরও বলেন, দলীয় সরকারের অধীনে কখনই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বর্তমান নির্বাচন কমিশন সরকারের তল্পিবাহক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ কমিশন দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব এ কে এম মোয়াজ্জম হোসেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাডভোকেট আতাউর রহমান ঢালী, বিএনপির নির্বাহী কমিটির সদস্যপদ আবু নাসের মো. রহমত উল্লাহ।