শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » যশোর বিএনপি নেতার লাশ বুড়িগঙ্গায়: এটি বিএনপির অভ্যন্তরীণ কোন্দল।। লালমোহন বিডিনিউজ
যশোর বিএনপি নেতার লাশ বুড়িগঙ্গায়: এটি বিএনপির অভ্যন্তরীণ কোন্দল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : বিএনপি মনোনয়ন প্রত্যাশী যশোর বিএনপি নেতা আবু বকর আবুর লাশ বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধারের ঘটনাটি দলীয় অভ্যন্তরীন বিষয় বলে মনে করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার ২৩ নভেম্বর সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, যশোর বিএনপি নেতা কীভাবে খুন হলেন, লাশ কীভাবে বুড়িগঙ্গা নদীতে গেল, তা তদন্ত করে বের করতে হবে।
সেখানে তাদেরও তো অনেক মনোনয়নপ্রত্যাশী আছেন। কে কার শত্রু, তা তো আমরা জানি না। এটি বিএনপির অভ্যন্তরীণ বিষয় হতে পারে।
এমন প্রশ্নে তিনি বলেন, যশোরের কোনো প্রার্থীর বুড়িগঙ্গা নদীতে লাশ। এখানে তো ডাল মে কুচ কালা হায়। তার সঙ্গে তার দলের কোনো প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, তাকে সরিয়ে দিলে তিনি হয়তো নমিনেশন পাবেন।
এ আশা থাকতে পারে। এখানে আওয়ামী লীগের কোনো স্বার্থ নেই। এটি বিএনপির অভ্যন্তরীণ ব্যাপার হতে পারে। তদন্ত করলে সব বেরিয়ে আসবে।
তিনি বলেন, যশোরের শহর এলাকায় আমাদের দুই-তিনজন জনপ্রিয় প্রার্থী আছেন। এর মধ্যে একজনকে আমাদের বাছাই করতে হবে। এখানে বিএনপির সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই।
আসন বন্টন প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ইতিমধ্যে আসন বণ্টন নিয়ে জাতীয় পার্টির সঙ্গে আলোচনা শেষ হয়েছে। সব মিলিয়ে আমরা আশা করছি বিপুল ভোটে আগামী নির্বাচনে জয়লাভ করব।